মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শেষ হওয়ার পর সিরিজের পরের ম্যাচটি মেলবোর্নে হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে নিরাপত্তা শঙ্কায় ভুগছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের এ টেস্টটি। এতে নিরাপত্তা জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছেন, এমন অভিযোগে শুক্রবার সাতজনকে গ্রেফতার করেছে মেলবোর্ন পুলিশ। ক্রিসমাস ডেতে মেলবোর্ন ফ্লাইন্ডার্স স্ট্রিট রেল স্টেশনে হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে শঙ্কার কথা হচ্ছে, রেল স্টেশনটি থেকে খানিক দূরেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। যেখানে ২৬ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তাই এই ম্যাচটি নিয়ে শুরু হয়েছে নতুন শঙ্কা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, বিষয়টিকে গুরুত্বের সাথে নেয়া হচ্ছে। নিরাপত্তা দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ করেছে। পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাশটন জানান, আগামী কিছুদিন অনেকগুলো বড় আয়োজন হবে এখানে। তবে সেগুলোর ব্যাপারে কোনো হুমকি এখনো পাইনি আমরা, তারপরেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছি।