হরিণাকু-ু প্রতিনিধি: ঝিনাইদহ হরিণাকু-ুর হরিশপুরে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার বেলা তিনটায় লালন জন্মভূমি হরিশপুরে দরবেশ সিরাজ সাঁইজির মাজার প্রাঙ্গণে স্মরণোৎসব শুরু হয়।
সমাপনী দিনে ঝিনাইদহ কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। গুরুবাদী মানব ধর্মের প্রবক্তা লালন শাহ শীর্ষক আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফামের্সি অনুষদের অধ্যাপক ড. আব্দুল মজিদ এবং আলোচক ছিলেন বিশিষ্ট লালন গবেষক আবদেল মান্নান, অধ্যাপক ড. সিদ্ধার্র্থ শংকর জোয়ার্দ্দার, অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন। স্মরণোৎসবে আগত অতিথিবৃন্দকে উদযাপন কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিন দিনের স্মরণসভায় বক্তাগণ লালনের আখড়াবাড়ি খ্যাত কুষ্টিয়ার ছেঁউড়িয়ার মতো জন্মভূমি ঝিনাইদহে হরিশপুরেও সরকারি পৃষ্ঠপোষকতায় বার্ষিক অনুষ্ঠানমালার আয়োজনের আহ্বান জানান। সেই সাথে হরিশপুরে লালন শাহের দীক্ষা গুরু দরবেশ সিরাজ সাঁইয়ের মাজারটি যথাযথ মর্যাদায় সংরক্ষণ, লালন বিশ্ববিদ্যালয়, লালন গবেষণাগারসহ লালন শাহ’র সঠিক জন্ম ইতিহাস পাঠ্যপুস্তকসহ বাংলা একাডেমির প্রকাশনাতে সংযোজনের জোর দাবি জানানো হয়। স্মরণোৎসব উপলক্ষে লালন নামে একটি নান্দনিক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে দেশের দূরদূরান্ত থেকে বিপুল সংখ্যক সাধুভক্তবৃন্দ সিরাজ সাঁইজির মাজার প্রাঙ্গণে সমবেত হয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণসভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভাশেষে মধ্যরাত পর্যন্ত খ্যাতিমান বাউল শিল্পীবৃন্দ লালন গীতি পরিবেশন করেন।