ঝিনাইদহ হরিণাক-ুর মাকিমপুর গ্রামের ছেলের প্রদত্ত পিতার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া
ইবি প্রতিনিধি: মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া সাকিব আহম্মেদ নামের এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে গত রোববার উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তার নির্বাহী ক্ষমতাবলে তার ভর্তি বাতিল করেন। সাকিব আহম্মেদ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সাকিব আহম্মেদের পিতা অ্যাডভোকেট আজিজুর রহমানের নামের সাথে মিল রেখে মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামের মৃত আরিফ হোসেন বিশ্বাসের ছেলে। আর সাকিব আহম্মেদের পিতা অ্যাডভোকেট আজিজুর রহমান ঝিনাইদহ জেলার হরিণাকু-ু থানার মাকিমপুর গ্রামের শামসুদ্দিন লস্করের ছেলে। ওই শিক্ষার্থীর পিতার নাম ঠিক থাকলেও দাদার নাম অমিল রয়েছে। এছাড়া ভর্তি কাগজপত্রে স্থায়ী ঠিকানা হিসেবে সে কোথাও লিখেছে মকিমপুর, ঝিনাইদহ আবার কোনো জায়গায় খাজুরা, হরিণাকু-ু, ঝিনাইদহ।
সাকিব আহম্মেদের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন উঠলে গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ছিলেন ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। কমিটি অনুসন্ধান ও যাচাইবাছাই শেষে রোববার উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী নিকট তদন্ত প্রতিবেদন জমা দেয়। ভর্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ভর্তি ফরমে বলায় আছে ভর্তি বিষয়ে কোনো শিক্ষার্থী অসামঞ্জস্য তথ্য দিলে তার ভর্তি বাতিল করা হবে। যেহেতু সে মুক্তিযোদ্ধা সনদ জাল করে ভর্তি হয়েছে, তাই তার ভর্তি বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী সিন্ডিকেটে এ বিষয়ে রিপোর্ট প্রদান করা হবে।