জিডিপির আকারে ঔপনিবেশিক শাসক ব্রিটেনকে পেছনে ফেললো ভারত
মাথাভাঙ্গা মনিটর: ভারতবর্ষকে ২০০ বছর শাসন করা ব্রিটেনকে অর্থনীতির আকারে (জিডিপি) পেছনে ফেলেছে ভারত। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৫০ বছরে প্রথমবারের মতো অর্থনীতির আকারে যুক্তরাজ্যকে পেছনে ফেললো ভারত। বিগত ২৫ বছর ধরে দ্রুতগতিতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্রেক্সিট সংক্রান্ত কারণে বিগত ১২ মাসে ক্রমবর্ধমান হারে পাউন্ডের দাম কমে যাওয়ায় সাবেক উপনিবেশিক শাসকদের পেছনে ফেলতে সক্ষম হয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়, আগেই প্রাক্কলন করা হয়েছিলো ২০২০ সালের মধ্যে জিডিপির আকারে যুক্তরাজ্যকে পেছনে ফেলবে ভারত। কিন্তু ব্রেক্সিট সংক্রান্ত কারণে গত ১২ মাসে পাউন্ডের দাম কমায় সেটি চার বছর আগেই অর্জিত হয়ে গেছে। আর এই সুযোগে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানির পরে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হলো ভারত। গত অক্টোবরে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) জানিয়ে ছিলো চলতি অর্থ বছরেই ভারত যুক্তরাজ্যকে পেছনে ফেলবে।
ধাক্কার পর নারীকে নিয়ে ২ কিলোমিটার পাড়ি! মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ধাক্কার চোটে ছিটকে উইন্ডশিল্ডে আছড়ে পড়ার পর এক নারীকে নিয়ে দুই কিলোমিটার বেপরোয়া গতিতে চলেছে একটি প্রাইভেটকার। এতে ওই নারীর করুণ মৃতু্যু হয়েছে। গত রোববার ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই নারী তার স্বামীর সঙ্গে একটি মোটরসাইকেলে চড়া ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। এর মধ্যে স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারটির উইন্ডশিল্ডে আছড়ে পড়েন। এ সময় প্রাইভেটকারটির চালক উইন্ডশিল্ডে আটকা থাকা অবস্থাতেই ওই নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই কিলোমিটার পর্যন্ত এগিয়ে যান। এতে ওই নারী মারা যান। মাহবুবনগর জেলায় গত সেপ্টেম্বেরও একই ধরনের ঘটনা ঘটে।
৩৯ আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত
মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার সামিরক বাহিনীর একটি বিমান ৩৯ জন আরোহী নিয়ে সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার ইলিউশিন আইএল-১৮ নামের বিমানটি ইয়াকুতিয়া শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে ২৭ আরোহী নিহতের কথা জানালেও পরে তা সংশোধন করে বলেছে, ১৬ জন গুরুতর আহত হয়েছেন। বিমানটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় সেটি তিনটি টুকরা হয়ে ভেঙে পড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে এমআই-১৮ নামের তিনটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বৈরী আবহাওয়ার কারণে রাশিয়ার পশ্চিমের নিকববর্তী বুলুন জেলায় বিধ্বস্ত আইএল-১৮ বিমানটিতে ৩২ যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।
বিষাক্ত কুয়াশায় আচ্ছন্ন চীনের ২৩ নগরী
মাথাভাঙ্গা মনিটর: চীনের বিভিন্ন নগরী বিষাক্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে গতকাল সোমবার অনেক হাসপাতালে দর্শনার্থীদের আগমন এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদরা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আভাস দিয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে গত শুক্রবার থেকে প্রায় ২৩টি নগরীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার চতুর্থ দিনের মতো এ সতর্কতা চলছে। আগামী বুধবার পর্যন্ত এ সতর্কতা চলবে। কুয়াশার হাত থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, সোমবার সকালে বেইজিংয়ের বাতাস আশঙ্কারর চেয়ে ভালো আছে। সিসিটিভি’র খবরে বলা হয়, বন্দর নগরী তিয়ানজিনে ১৮০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৬০টি ফ্লাইট বিলম্ব করেছে। নগরীর হাইওয়েগুলোও বন্ধ রাখা হয়েছে। অ্যাজমার মতো শ্বাস-প্রশ্বাস-জনিত রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।