মাথাভাঙ্গা মনিটর: অশ্রুসজল নয়নে দীর্ঘ ক্যারিয়ার শেষে ফুটবলকে বিদায় জানালেন শেখ রাসেল ক্রীড়াচক্র ও জাতীয় দলের হয়ে খেলা ডিফেন্ডার রজনিকান্ত বর্মন। নিজের বিদায়ী ম্যাচে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ২-০ গোলে হারায় মোহামেডানকে। শেখ রাসেলের পক্ষে পঞ্চম মিনিটে শাখাওয়াত হোসেন রনি এবং ৪৩ মিনিটে জামাল ভুঁইয়া গোল ২টি করেন। পরের গোলটি ছিলো পেনাল্টি থেকে পাওয়া। শেখ রাসেলের এটি ষষ্ঠ জয়। ২০ খেলায় ২৪ পয়েন্টে তাদের। এ জয়ে পয়েন্ট টেবিলে দু ধাপ উঠে এসে দলটি এখন সপ্তম স্থানে।
অপরদিকে ১২ দলের লিগে মোহামেডান অষ্টম হারের পর আগের পাওয়া ১৮ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানেই। ফুটবলে দীর্ঘ ক্যারিয়ার শেষের ৫৪ মিনিটের সময় বিদায় নেন ২০০৩ সালে সাফ স্বর্ণজয়ী ফুটবল দলের এই অধিনায়ক। হঠাৎ করেই রেফারির বাঁশিতে খেলা থেমে যায়। সতীর্থ এবং মোহামেডানের ফুটবলাররাও হ্যান্ডশেক করে মাঠ থেকে বিদায় জানান রজনিকে।