ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শৈলকুপার দুধসর কচুয়াপাড়া গ্রামের সেমন্ত বিশ্বাসের ছেলে রঞ্জিত বিশ্বাসকে (৪৫) কুপিয়ে জখম করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে শৈলকুপার আলোচিত কালাচাঁদ তার লোকজন নিয়ে হামলা চালায়। রঞ্জিত অভিযোগ করে বলেছে এমপি আব্দুল হাই গ্রুপের লোকেরা লাঠিসোঁটা, রড, দাঁ দিয়ে হত্যার উদ্দেশে বেধড়কভাবে আঘাত করে।
রঞ্জিতের পরিবারের অভিযোগসূত্রে জানা গেছে, পূর্ব সামাজিক শত্রুতার জের ধরে নায়েব জোর্দ্দার গ্রুপের সাথে এমপি আব্দুল হাই গ্রুপের বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন কচুয়াপাড়া গ্রামের রাস্তার পাশে রঞ্জিত দাঁড়িয়ে থাকা অবস্থায় বিজন টিলার গাড়ি দিয়ে রঞ্জিতকে ধাক্কা দেয়। এ ঘটনাই রঞ্জিতের সাথে বিজনের কথা কাটা–কাটি হলে, বিজন ফিরে গিয়ে কালাচাঁদের পরিকল্পনায় বাবুলালের ছেলে বিপুল, বিমলের ছেলে বিজয়, গয়ানাথের ছেলে বিমল, চ–িচরনের ছেলে কালাচাঁদ, কালাচাদের ছেলে পরিতোশ, লগেনের ছেলে বিষ্ণু ও গয়ানাথের ছেলে সুনিলকে ডেকে নিয়ে আসে। এরা রঞ্জিতের বাড়িতে ঢুকে রামদাঁ, রড, হেন্ডেল, লাঠিসোঁটা, হতুড়ি দিয়ে আঘাত করে। এ সময় রঞ্জিতের স্ত্রী পরিতা রানী ঠেকাতে গেলে তাকেও আঘাত করে তারা। এতে রঞ্জিত ও রঞ্জিতের স্ত্রী গুরুতর জখম হয়। গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়।
রঞ্জিতের পরিবার আরও জানায়, ৫ মাস আগে কালাচাঁদ জনৈক গেনার মাধ্যমে রঞ্জিতের কাছে ১ লাখ টাকা চাঁদা চায়। রঞ্জিত দিতে না পারলে তাকে বেধড়কভাবে মারে এবং বিভিন্ন হুমকি–ধামকি দিতে থাকে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, শৈলকুপার দুধসর কচুয়াপাড়া গ্রামের চ–িচরণের ছেলে কালাচাঁদ পূর্বে নিশিদ্ধ ঘোষিত চরমপন্থি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলো। বিপুল অধিকারীর মাধ্যমে কালাচাঁদ লাখ–লাখ টাকা চাঁদা আদায় করছে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। সেই প্রভাবেই গ্রামের বিভিন্ন মানুষের কাছে চাঁদা চায়, না দিলে হুমকি–ধামকি দিতে থাকে। ৪ মাস আগে কচুয়াপাড়া গ্রামের মোটর মেকানিক প্রকাশের কাছে ১ লাখ টাকা চাঁদা চায়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আসলে আমি ব্যবস্থা নেবো।