চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে চাকরি সরকারি স্কেলভুক্তকরণ ও বকেয়া বেতন প্রদানের দাবিতে নকলনবিসদের বিক্ষোভ সমাবেশ

Exif_JPEG_420

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ঝিনাইদহে চাকরি সরকারি স্কেলভুক্তকরণ  বকেয়া বেতন প্রদানের দাবিতে নকলনবিসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনের পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ওই কর্মসূচি পালিত হয় চুয়াডাঙ্গায় চাকরি সরকারি স্কেলভুক্ত করা ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কলম বিরতির পর এবার বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা রেস্ট্রিার কার্যালয় চত্বরে সংগঠনের পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ওই কর্মসূচি পালন করেন তারা সবাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় সভাপতি এমআর হিরন, জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ সময় বক্তারা বলেন, সরকারের দেয়া প্রতি শ্রুতি বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি এদিকে বেতন বন্ধ থাকায় খুব কষ্টে জীবন যাপন করছে নকল নবিসরা অবিলম্বে তাদের সরকারি যাবতীয় সুযোগ সুবিধাসহ বকেয়া বেতন পরিশোধ সরকারি স্কেলভুক্ত করণের জোর দাবি জানান বক্তারা

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় বেতন স্কেলে অর্ন্তভূক্ত করার দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নকলনবিরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ এক্সটা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি শুরু করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা যুগ্মসম্পাদক নাজমুল সাদাত শিমুল, সদর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান অনুষ্ঠানে একাত্বতা প্রকাশ করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু সময় বক্তরা বলেন, দীর্ঘ বছরের বেশি সময় ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না যে কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন নকলনবিসরা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আরও১ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে

 

Leave a comment