উত্ত্যক্তকারী নাজমুলকে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদন্ড

জীবননগরে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার পিতা-মাতাকে কুপিয়ে জখম

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে এক উত্ত্যক্তকারীকে দুই বছরের কারাদ-াদেশ প্রদান করা হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার পিতা-মাতাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পলায়ণকালে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ ব্যর্থ উত্ত্যক্তকারী নাজমুল হোসাইনকে (২৫) ২ বছরের সশ্রম কারাদ-াদেশ ও ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন।

আদালতসূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের আছের উদ্দীনের ছেলে নাজমুল বিবাহিত। সংসারে তার স্ত্রী ও ২ সন্তান রয়েছে। সে একই ইউনিয়নের শাখারিয়া গ্রামের কলেজপড়–য়া এক ছাত্রীর প্রেমে পড়ে। এতে মেয়েটির পরিবার বাধ সাধলে নাজমুল ক্ষিপ্ত হয়ে গত ১১ ডিসেম্বর রাতে প্রেমিকার বাড়িতে উপস্থিত হয়ে পিতা মিনাজুল ইসলাম মা বিউটি খাতুনকে উপর্যুপরি কুপিয়ে মারাতœক জখম করে। পুলিশ ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ২ বছরের সশ্রম কারাদ- ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।