দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ : মামলাসহ থানায় হস্তান্তর

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামস্থ শুকুরের বসতবাড়ির সামনে থেকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সরইকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে সুজন মোল্লা (৩৭), একই উপজেলার রামদিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে রকিবুল মোল্লা (৩০), রামদিয়া কলেজপাড়ার বারেক শেখের ছেলে জাকির শেখ (৪৪), ফুকরা গ্রামের রব্বানী সর্দারের ছেলে তৈয়ব সর্দার (২২), মান্নান সর্দারের ছেলে নূর মোহাম্মদ (৩৪) এবং নড়াইল জেলার মির্জাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে লিটু শেখ (৩২)।

এ ঘটনায় মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার খোরশেদ আলম বাদী হয়ে আটক ৬ জনের নামে মামলাসহ গতকাল রাতেই দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেছেন। আজ শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a comment