স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে পুরানো কমিটির গড়িমসির কারণে সাধারণ সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় বাসটার্মিনালে এ বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শ্রমিকেরা। সাবেক সভাপতি রনু বক্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি আশাদুল হক, সাবেক সেক্রেটারি জালাল উদ্দীন, সাবেক সেক্রেটারি আমজাদ আলী, সাবেক সেক্রেটারি আব্দুল গাফ্ফার, সাবেক মেম্বার মহির আলী। আগামী ৯০ দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি তোলেন সকল বক্তারা। দাবি আদায় না হলে আগামী শবিবার ১৭ ডিসেম্বর নির্বাচনের দাবিতে হুইপ মহোদয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, বাস-ট্রাক শ্রমিক পরিবহন চুয়াডাঙ্গাসহ শ্রম অধিদফতর, খুলনা ও স্থানীয় পত্রিকা বরাবর স্মারকলিপি প্রদানের অভিমত ব্যক্ত করেন সকল বক্তারা। এতেও যদি দাবি আদায় না হয় তাহলে জেলার সকল রিকশা-ভ্যান শ্রমিকদেরকে সথে নিয়ে কঠোর আন্দোলেনের ঘোষণা দেন বক্তারা।