বেগমপুরের গুণী শিক্ষক মইনদ্দীন আর নেই

 

 

নজরুল ইসলাম : চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের কৃতীসন্তান গুণী শিক্ষক মইনদ্দীন আর নেই। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না………….রাজউেন)। কর্মজীবনের বেশির ভাগ সময় তিনি বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষগতা করেছেন। সর্বশেষ কোটালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু মাস আগে তিনি স্ট্রোক করেন। সেই থেকে নাকের মধ্যে পাইপের মাধ্যমে শুধুমাত্র হরলিকস খেয়ে বেঁচে ছিলেন। মৃত্যুকালে তিনি  সহধর্মিণী, ৫ ছেলে ২ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে যান। গতকালই বিকেল ৩টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। সবাই ভালো ছাত্র হয় না, তবে সবাই ভালো মানুষ হতে পারে, শিক্ষার লক্ষ্য হলো ভালো মানুষ তৈরি করা। আর মানুষ গড়ার মূল দায়িত্ব শিক্ষকগণের ওপর ন্যস্ত। শিক্ষক নিজে মানুষ হিসেবে কতোটা ভালো তার ওপর নিভর করে শিক্ষার্থীরা ভালো মানুষ হয়ে উঠবে কি-না। শিক্ষকতা কোনো পেশা নয়, এটা ব্রত। একজন শিক্ষক সবসময়ই একজন ছাত্র তবে ভালো ছাত্র। শিক্ষক মাইনদ্দীন ছিলেন তেমনই একজন। তিনি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন না সমাজেরেও শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন আদর্শের প্রতীক। তার কাছে শিক্ষা নিয়ে আজ অনেকেই দেশ গড়ার কাজে অবদান রেখে চলেছেন। তার মৃত্যুতে এলাকাবাসী আজ শোকাহত।