বাজার গোপালপুর প্রতিনিধি: মালয়েশিয়ায় ভালো ও বেশি বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আকরব আলী নামের এক দালাল ১১ জন বিদেশ প্রত্যাশী যুবকের নিকট থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিজেই মালয়েশিয়ায় চলে গেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৮ নভেম্বর এ ঘটনা ঘটে। এই ঘটনার পর বিদেশ প্রত্যাশী যুবকের পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে। ফ্লাইটের নামে আজকাল করে বিদেশ থেকে অভিযুক্ত এখন কেবল কালক্ষেপণ করছে মাত্র। এ মর্মে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের রিশারত আলীর ছেলে অভিযুক্ত দালাল আকবর আলী দীর্ঘ ৯ বছর পূর্বে মালয়েশিয়ায় যান। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করছেন। দীর্ঘ ৫ মাস আগে মালয়েশিয়াতেই থাকা অবস্থায় গ্রামে, আত্মীয় এবং বন্ধুদের নিকট মোবাইলে জানায়, তিনি ছুটিতে বাড়িতে যাচ্ছেন। তিনি যে কোম্পানিতে কাজ করেন সেখানে ১৫-১৬ জন শ্রমিক লাগবে। যা দেশে এসে সাথে করে নিয়ে যাবেন। তার চটকাদারি কথাতে গ্রামের আব্দুল কুদ্দুস (২৮), আজিবার রহমান (৩৬), আলী হোসেন (৩৪), রাসেল হোসেন (২২), আব্দল মজিদ (৩৮) পাশে সারুটিয়া গ্রামের ইমন আলী (২২), শাহাদত হোসেন (২৭), বাজারগোপালপুর গ্রামের জসিম উদ্দিন (৩২), শ্রীপুর গ্রামের লাল্টু মিয়া (২৩) বলরামপুর গ্রামের মিজানুর রহমান (২৩) বেতাই গ্রামে আব্দুল খলিল (২৭) মালয়েশিয়ায় যেতে রাজি হয়। তাদের নিকট থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়। শুরু করে ফ্লাইটের নামে নানা টালবাহানা। একপর্যায়ে অভিযুক্ত দালাল আকবর আলী পােিলয়ে মালয়েশিয়ায় চলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আকবর আলীর স্ত্রী পারভীনা খাতুন মালয়েশিয়ায় চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আকবর আলী জানান, যার মাধ্যমে আমি লোকজন নিয়ে যাচ্ছিলাম সে প্রতারণা করেছে। আবার আমার ছুটি শেষ হয়ে গেছে। তাই বিদেশ চলে এসেছি। তারা ধৈর্য ধরলে আমি ৬ মাসের মধ্যে তাদেরকে বিদেশ নিয়ে আসবো।