মহেশপুরে শিশু ধর্ষণ : অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের, ধর্ষককে আটক করে ঝিনাইদহ আদালতে প্রেরণ করেছে মহেশপুর থানা পুলিশ।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে উপজেলার এসবিকে ইউনিয়নের বেদেরগাড়ি গ্রামের মৃত সাহেব আলীর ১৩ বছরের শিশুকন্যাকে প্রতিবেশী মৃত আব্দুল মজিদের ছেলে মোশারেফ (৫০) বাড়ির পেছনে একটি কলাবাগানের মধ্যে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গত ৭ ডিসেম্বর মেয়ের মা আয়শা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আসামিকে ঝিনাইদহ আদালতে চালান দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান বেদেরগাড়ি গ্রাম থেকে তাকে আটক করে।

Leave a comment