ইসলামী বিশ্ববিদ্যালয় এফ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয় ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ই ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. মনজারুল আলমের নেতৃত্বে ই ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মুহা. শরিফুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম গতকাল ৮ ডিসেম্বর সন্ধ্যা ৫টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd ফলাফলের বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৩৯১টি আবেদনপত্র জমা পড়ে।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় এফ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এফ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এফ ইউনিটের সমন্বয়কারী সহকারী অধ্যাপক নুরুল ইসলামের নেতৃত্বে এফ ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মিজানুর রহমান এবং সহকারী অধ্যাপক আলতাফ হোসেন গতকাল ৮ ডিসেম্বর সন্ধ্যা ৫টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ ফলাফলের বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ৯৪৪টি আবেদনপত্র জমা পড়ে। পরীক্ষায় শতকরা ৭৩ দশমিক ৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো। পাস করেছে শতকরা ৩৪ হাজার ৫৪ জন।