চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক সিজারসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে স্থানীয় বালিকা বিদ্যালয়ের সামনে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফউজ্জামান সিজারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক যুগ্মআহ্বায়ক খ.ম. ইউসুফের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সদস্য রাহাত হাসান রাজীব, এসএম হাসান, তৌহিদুজ্জামান তৌহিদ, মতিউর রহমান মিসর, আহসান হাবীব মামুন, তৌফিক এলাহী, আহনাফ শাহরিয়ার সনি, জুয়েল হাসান, রকিবুল ইসলাম রাসেল, সোলায়মান হোসেন, তাসফির রহমান সোহেল, ইমদাদ হোসেন, রানা হামিদ, ফয়সাল ইকবাল, উজ্জ্বল মল্লিক, বেলাল হোসেন, ফরিদুজ্জামান, সাদ্দাম হোসেন, সাইফুর রহমান সেলিম, সজিব মালিক, মোমিন তৌফাতুর রাব্বি রিংকু, অনিকসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে মঞ্জুরুল জাহিদ এর বক্তব্যে বলেন, বর্তমান সরকার তার হীন উদ্দেশ্য হাসিল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রকে কারাগারে বন্দি করে রাখার উদ্দেশে বিরামহীনভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর আঘাতের পর আঘাত করে নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করছে। সবুজ শ্যামল বাংলাদেশে যেন কারাগারেই রূপান্তর হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে শরিফুজ্জামান সিজারসহ সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছে। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র আন্দোলন সংগ্রাম ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল নেতৃবৃন্দকে মুক্ত করবে ইনশাল্লাহ।

 

Leave a comment