মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের রশিদুল ইসলামের ঘরে আগুন লেগেছে। কে বা কারা নাকি নজিই আগুন ধরিয়েছে তা নিয়ে প্রশ্ন থাকেও ঘর মালিকের অভিযোগ তালাকপ্রাপ্ত স্ত্রীসহ তার লোকজন ধরিয়ে দিয়েছে আগুন। এ ঘটনায় স্বামী বাদী হয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন।
জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত আলেক শেখের ছেলে রশিদুল ইসলামের সাথে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর গ্রামের মৃত শাহার আলীর মেয়ে আরিফা বেগমের বিয়ে হয়। সন্দেহবাতিকগ্রস্ত স্বামী কারণে অকারণে স্ত্রীকে সন্দেহ করতে থাকে। অভিযোগ তোলে খারাপ ছেলেদের সাথে স্ত্রী ওঠা-বসা করে। এ অভিযোগ এক পর্যায়ে দাম্পত্য বিচ্ছেদে রূপ নেয়। গত ৩০ নভেম্বর রাত ১১টার দিকে রশিদুলের বাড়ির ঘরে আগুন লাগে। আগুনের সূত্রপাত নিয়ে প্রতিবেশীদের নানা প্রশ্ন থাকলেও রশিদুল ঘটনার পর থেকেই অভিযোগ তুলে বলেন, তালাকপ্রাপ্ত স্ত্রী আরিফা বেগম ও তার মা মর্জিনা খাতুন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে আবদারের সহযোগিতায় তার ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এসব অভিযোগ মামলা দায়ের করলে গ্রামে বিরূপ সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, ভিনগ্রামের কয়েকজন নারী এসে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দিলো আর সকলে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো?