স্টাফ রিপোর্টার: এলোমেলো চলা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোমাটেক ফার্মাসিটিক্যালের দুজন প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা মোড়ে দুর্ঘটনা ঘটে। সাথে সাথে ট্রাক চালককে স্থানীয়রা ধরে উত্তমমধ্যম দেয়। এ সময় চালকের মুখে মদের গন্ধ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ট্রাকের ধাক্কায় আহত দুজন হলো- আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃত আব্দুল আলেক শেখের ছেলে সাইফুল ইসলাম ও কুষ্টিয়া কুমারখালী শিলাইদহের আবুল কাশেম (৩২)। সাইফুল ইসলামের একটি পা গুঁড়িয়ে গেছে। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হতে পারে। আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মৃত্যুর সাথে লড়ছিলেন। ট্রাকটি হাতিকাটা মোড়ের দুটি দোকান গুড়িয়ে দিয়ে দেয়ালে আটকে পড়ে।
স্থানীয়রা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আলুকদিয়াস্থ জ্যোতি অটো আটা মিল থেকে ভূষি নিয়ে ট্রাক (চুয়াডাঙ্গা-ট-০২-০০২৪) এলোমেলোগতিতে ছুটতে থাকে। হাতিকাটা মোড়ে মোটরসাইকেলের ধাক্কা দিলে আরোহী দুজনই আছড়ে পড়েন। সাইফুলের একটি পা চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা চালককে ধরে মারপিট শুরু করে। তার মুখে মদের গন্ধ থাকলেও কেন আটকে রাখা সম্ভব হয়নি তা অবশ্য নিশ্চিত করে জানাতে পারেননি তেমন কেউ।