আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের এক ছাত্রের সাইকেল চুরির কয়েক ঘণ্টার মধ্যে সাইকেল উদ্ধার ও জেহালা গ্রামের দু চোর আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুন্সিগঞ্জের ড্যাফোডিল কিন্ডার গার্টেন থেকে সাইকেল চুরি করে নিয়ে যায় চোররা। পরে জেহালা গ্রামের দু চোর আদালত ও লিটনকে সন্দেহ করে আটকের পর সাইকেল চুরি কথা স্বীকার করে।
জানা গেছে, উপজেলার গড়গড়ি গ্রামের জমির উদ্দিনের ছেলে লাবিব মুন্সিগঞ্জ ড্যাফোডিল কিন্ডার গার্টেনের ছাত্র। প্রতিদিনের ন্যায় লাবিব কিন্ডার গার্টেনে এসে সাইকেল রেখে ক্লাশ করতে যায়। কিছুক্ষণ পর এসে দেখতে পায় তার সাইকেল নেই। পরে ওই এলাকায় খোঁজাখুঁজির পর অনেকে জেহালা গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে আদালত (৪২) ও রহমানের ছেলে লিটনকে (৩২) সন্দেহ করে। স্থানীয় লোকজন জেহালা গ্রামে গিয়ে দুজনকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে সাইকেল চুরির কথা স্বীকার করে। সাইকেল চুরির কথা স্বীকারের পর তারা লাবিবের সাইকেল দিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন দু চোরকে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়। এবিষয়ে আলমডাঙ্গা থানায় চুরি মামলা দায়ের করে লাবিবের বাবা জমির উদ্দিন। গতকালই দু চোরকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে সোপর্দ করা হয়।