ইসলামী বিশ্ববিদ্যালয়ের এইচ ও সি ইউনিটের ফল প্রকাশ
স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিট এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘এইচ’ ইউনিটের ফলাফল এবং বেলা দেড়টার দিকে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত একটি শিফটে ‘এইচ’ ইউনিটের এবং বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনটি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘এইচ’ ইউনিটের অধীনে আইন ও আল-ফিকহ এ দুটি বিভাগের মোট ১৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘সি’ ইউনিটের অধীনে লোকপ্রশাসন, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান—এ তিনটি বিভাগের মোট ২২৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এইচ’ ইউনিটে পরীক্ষার্থীদের উপস্থিতির হার মোট আবেদনকারীর শতকরা ৭৮.৫৬ ভাগ ও সি ইউনিটে শতকরা ৭৪ ভাগ। ‘এইচ’ ইউনিটে পৃথকভাবে আইন বিভাগে পাসের হার শতকরা ৩৯.৬৫ ভাগ এবং আল-ফিকহ বিভাগে পাসের হার শতকরা ৮৮.৯১ ভাগ। এ ছাড়া ‘সি’ ইউনিটে পাসের হার শতকরা ৪৫ ভাগ। উভয় ইউনিটের ফলাফল সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের বাইরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়েছে। এছাড়া এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
পটকা মাছ খেয়ে এক পরিবারের ৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই শিশুসহ একই পরিবারের ৫ জন মারা গেছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন। গতকাল মঙ্গলবার উপজেলার দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- মহাইল গ্রামের আবদুর রহিম (৬০), তার ছেলে সোলাইমান (৩৫) ও লোকমান (৩০), সোলাইমানের দুই সন্তান রহিন (৮) ও মনি (৭)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন সোলাইমানের স্ত্রী মারুফা বেগম, তাদের আত্মীয় একই এলাকার বোরহান, জয়নাল, রাজিয়াসহ ৫জন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন সোলাইমান ও তার পরিবারের সদস্যরা। পরে তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, অসুস্থদের চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর একজন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, সচেতনতার অভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। পটকা আসলে কোনো মাছ নয়। এই মাছটি না খাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান
জাপানে পটকা রান্নায় লাইসেন্স লাগে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পটকা মাছ খেয়ে মারা যান। এর অন্যতম কারণ অজ্ঞতা। প্রজাতি ভেদে পটকার বিভিন্ন অংশে বিষ থাকে। কোনোটার যকৃতে বিষ, কোনোটার চামড়ায় আবার কোনোটির মাংসে বিষ। এ বিষ মানবদেহকে অবশ করে ফেলে এবং ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্রম বন্ধ করে দিয়ে মৃত্যু ঘটায়। এটা সাধারণত মানুষের বুকের ডায়াফ্রামের পেরালাইসিস ঘটায়, যার ফলে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মানুষ মৃত্যুবরণ করে। পৃথিবীতে পটকা মাছের প্রায় ১৩০টির মতো প্রজাতি রয়েছে। এদের মধ্যে মাত্র ১৪ প্রজাতির পটকা শুধু মিঠা পানিতে বাস করে। বাংলাদেশে পটকা মাছের ১৩টি প্রজাতি রয়েছে। এর মধ্যে মাত্র দুটি মিঠাপানির আর বাকিগুলো সামুদ্রিক। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এটাকে টেপা মাছও বলে। এ জন্য উন্নত দেশগুলোতে পটকা মাছ রান্নার জন্য বাবুর্চিদের পটকা বিষয়ে অভিজ্ঞতার সনদ থাকতে হয়। আর এ সনদ দোকানের সামনে টানিয়ে রাখতে হয়।
গণধর্ষণের পর স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার: মাদারীপুরের কালকিনির গোপালপুর এলাকায় গণধর্ষণের শিকার হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পূর্বপুয়ালী গ্রামের এক চটপটি বিক্রেতার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সোমবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে তার বসত ঘরের পেছনে যায়। এ সময় ওঁৎ পেতে থাকা ওই এলাকার ফোরকান, মনির, লালন ও আসাদ নামের চার যুবক মিলে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা স্কুলছাত্রী লজ্জায় ও ক্ষোভে মঙ্গলবার সকালে ডিজেলপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ঘটনা ফাঁস হলে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বলেন, বাড়িতে মেয়েকে একা রেখে রাতে আমি চটপটি বিক্রি করতে যাই। আমার স্ত্রী বরিশাল ডাক্তার দেখাতে যায়। এ সুযোগে আমার মেয়েকে খালি বাড়ি পেয়ে গণধর্ষণ করা হয়েছে। সে নিজের প্রতি লজ্জায় ও ঘৃণায় আত্মহত্যার চেষ্টা করেছে।