মেহেরপুর অফিস: শহীদ রিপন স্মৃতি ফুটবল লিগে নতুন মদনাডাঙ্গা একাদশ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল ২-০ গোলে ঝাউবাড়িয়া একাদশকে পরাজিত করে। খেলার শুরুতে থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে নতুন মদনাডাঙ্গা একাদশ। প্রথমার্ধের শেষ দিকে মিঠুনের দেয়া গোলে এগিয়ে যায় বিজয়ীরা। দ্বিতীয়ার্ধের শুরুর কিছুক্ষণ পরে ইমরানের দেয়া গোলে ব্যবধান বাড়ায় বিজয়ী দল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের ইমরান।