জমাকৃত টাকা ও বেতন না দিয়ে উল্টো নিকাহর প্রস্তাব!

 

জীবননগর ব্যুরো: জমাকৃত ৫০ হাজার টাকা ও ৬ মাসের বেতন না দিয়ে উল্টো ১ সন্তানের জননীকে নিকে করার প্রস্তাব দিয়ে সংসার ভাঙার মুখে ফেলেছে গৃহবধূ লিমা। বিয়ে করতে ব্যর্থ হয়ে নিয়োগকর্তা জবেদ আলী গৃহবধূ লিমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলে অভিযোগ করা হয়েছে। জীবননগর আন্দুলবাড়িয়া বাজারপাড়ার মৃত নূরুল ইসলামের মেয়ে লিমা অভিযোগ করে বলেছেন, তিনি এক সন্তানের জননী। তার স্বামী শাহিন ঢাকার একটি গার্মেন্টেসে কর্মরত। সংসারে সচ্ছলতা ফেরাতে সুন্দরী গৃহবধূ লিমা জীবননগর উপজেলার মাধবপুর বাজারের জবেদ ইলেকট্রনিক্সে ৭ হাজার টাকা বেতনে চাকরি গ্রহণ করেন। তার কাজ হচ্ছে গ্রামে গ্রামে গিয়ে কিস্তিতে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করা। ৬ মাস সেখানে চাকরি করাকালে জবেদ আলী (৩৫) লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে তার নিকট থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে তিনি লাভসহ ৫০ হাজার টাকাসহ ৬ মাসের বেতন না দিয়ে টালবাহানা শুরু করেন। এ অবস্থায় তিনি টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করলে কৌসুলি জবেদ আলী তাকে দ্বিতীয় বিয়ে করার প্রস্তাব দেন। স্বামী ও এক শিশুকন্যা থাকতেও এ প্রস্তাবে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। লিমা শেষমেষ টাকা আদায়ে জন্য কৌশলে জবেদ আলীকে গত ২৯ নভেম্বর জীবননগর ডেকে নিয়ে আসেন। পরে তিনি লগ্নিকৃত ৫০ হাজারসহ বেতনের ৩৫ হাজার টাকা দেয়ার অঙ্গীকার করে একটি স্ট্যাম্প লিখে দিলেও এখন তার সংসার ভাঙ্গতে বানোয়াট ও মিথ্যা কথা রটিয়ে সংবাদপত্রে তা ছাপানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

 

Leave a comment