মধুখালীতে ৫৯ ভরি সোনাসহ চোরাকারবারি আটক

 

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর কামারখালী টোলপ্লাজা এলাকা থেকে গত শুক্রবার  রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এইচআর যাত্রীবাহী পরিবহনে (যশোর-ব-১১-০১৩৯) তল্লাশি চালিয়ে ৫৯ ভরি ৭ আনা ১ রতি (৬৯৩.৩৮ গ্রাম) সোনা উদ্ধার এবং এক সোনা চোরাকারবারিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ২৩ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা। আটককৃত ব্যক্তি হাবিবুর রহমানের (৫৩) বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে। সে মৃত মঙ্গল আলীর ছেলে। মধুখালী থানার ওসি তদন্ত মো. গোলাম নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানের নেতৃত্বে এসআই মনিরের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে হাবিবুর নামের এক যাত্রীকে আটক করে তার দেহ তল্লাশি করে ওই সোনা উদ্ধার করে।

Leave a comment