বনের পর এবার রাস্তারও রাজা সিংহ

 

মাথাভাঙ্গা মনিটর: প্রতিটি বনে একক রাজত্ব প্রতিষ্ঠা করে সিংহ। সিংহের ভয়ে আড়ষ্ট থাকে বনের অন্য সব পশু। সিংহের সামনে বাঘের গর্জনও থেমে যায়। এসব কারণেই সম্ভবত বনের রাজা হিসেবে খেতাব পেয়েছে সিংহ। তবে এবার বনের পাশাপাশি রাস্তায়ও নিজের বীরত্ব দেখাতে নেমে পড়েছিলো দুটি সিংহ। দক্ষিণ আফ্রিকার ক্রগারো ন্যাশনাল পার্কের দুটি সিংহ এদিন পার্কের জঙ্গল ছেড়ে চলে আসে পার্কের প্রধান সড়কে। পর্যটকরা গাড়ি নিয়ে ওই সাফারি পার্কটির ভেতরে ঘুরতে বের হয়েছিলো। তবে সিংহ যুগল রাস্তার মধ্যদিয়ে যাওয়ার কারণে থমকে যায় রাস্তার সব গাড়ি। সিংহ দুটির গর্জনে গাড়িগুলোতে থাকা পর্যটকরা ভয়ে তখন গুটি মেরে বসে ছিলেন গাড়ির আসনে। সাহস করে কেউ ক্যামেরা বের করে ছবিও তুলতে পারছিলেন না। এই বুঝি গাড়ির কাঁচ থাবা মেরে হামলে পড়ে সিংহ। তবে কোনো ধরনের অঘটন ছাড়াই এ যাত্রা বেঁচে গিয়েছেন গাড়ির যাত্রীরা। সিংহের কারণে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজটে আটকে পড়ে থাকতে হয়েছিলো, এই আর কি।