নথিপোতা ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত

 

গতকাল রোববার বিকেলে নতিপোতা ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে  গণসংযোগ ও ঈদপুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের নমিনি নতিপোতা ইউনিয়নের বাজার এলাকায় উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মী ও সর্মথকদের সাথে নিয়ে মহল্লায় মহল্লায়  গণসংযোগ শেষে কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে ইউনিয়নের আমির ফজলুল হকের সভাপতিত্বে চন্দ্রবাস প্রাইমারি স্কুলমাঠে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি হাউলী ইউপি চেয়ারম্যান মাও:.আজিজুর রহমান। প্রধান আলোচক বিশিষ্ট সমাজসেবক জামায়াতের সহসেক্রেটারি রুহুল আমিন।

ঈদপুর্নমিলনী অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, আজ আমরা আল্লাহ সুবহানাল্লাহ ওয়াতায়ালার নিয়মানুযায়ী আমাদের দেশে ঈদ উদযাপন করছি না। আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা বাংলার কৃর্ষ্টিকালচারের নাম ভাঙেয়ে ভিন দেশের অপসাংস্কৃতিক আমাদের দেশের যুবসমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে। সেই অপসাংস্কৃতিকে লালন পালন করে যুবসমাজ আল্লাহ দেয়া ঈদ উদযাপন না করে তারা মহল্লায় মহল্লায় ঈদ আনন্দের নামে ভিন দেশের গান বাজনা, মদ, যুয়া, ফেনসিডিলের আসর বসিয়ে যুবসমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। যার উদাহরণ হলো কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা হলো ঐশীর মা-বাবাকে হত্যা করা। তাই আসুন এ যুবসমাজকে ইসলামের পথে নিয়ে এসে, তাদেরকে বাঁচাতে হবে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবিরের জেলা সভাপতি হাফেজ বেলাল হোসেন, কার্পাসডাঙ্গার আমির আবু হানিফ, দামুড়হুদা সেক্রেটারি মাও. আব্দুল গফুর প্রমুখ।–প্রেসবিজ্ঞপ্তি