স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ব্যাংক ম্যানেজারস ফোরাম আয়োজিত ক্রিকেট লিগে জনতা ব্যাংক লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে জনতা ব্যাংক লিমিটেড নির্ধারিত ১৪ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করে। জবাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায়। ফলে জনতা ব্যাংক লিমিটেড ৯৪ রানের এক লড়াকু জয় নিয়ে মাঠ ছাড়ে।