ছবি আছে
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা বালিয়াকান্দির দিয়াড়ের মাঠে পূর্বশত্রুতার জের ধরে প্রায় ১শ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে গ্রামের শাহজান আলী শেখের কলা বাগান কে বা কারা কেটে দিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের শেখ পাড়ার দিয়াড়ের মাঠে বালিয়াকান্দি গ্রামের মৃত আজিবার খন্দকারের ছেলে শাজাহান শেখের ১ বিঘা জমিতে কলাগাছের চারা রোপন করেন। মোচা হওয়ার ঠিক আগ মুহুর্তে গত বৃহস্পতিবার রাতে কেবা কারা প্রায় ১শ কলা গাছ কেটে দিয়েছে। শাজাহান শেখ জানান কলা গাছ কেটে দেয়াই তিনার ৫০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে।