আজ থেকে তুরাগতীরে ৫ দিনের জোড় ইজতেমা
স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার বাদ ফজর দেশের শীর্ষ মুরুব্বীদের আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর কহর দরিয়া (তুরাগ) নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা। এ উপলক্ষে ইতোমধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা প্রস্তুতি কমিটি। অপরদিকে ১৩ জানুয়ারি ২০১৭ থেকে ১৫ জানুয়ারি ২০১৭ প্রথম পর্ব এবং ২০ জানুয়ারি ২০১৭ থেকে ২২ জানুয়ারি ২০১৭ অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা। ৫ দিনই পাঁচ ওয়াক্ত নামাজের পর চলবে ইসলামের দাওয়াতী কাজের বয়ান। ৬ ডিসেম্বর ২০১৬ বাদ জোহর মোনাজাতের মধ্যদিয়ে এবারের জোড় ইজতেমার সমাপ্তি হবে। ২ ডিসেম্বরের জোড় ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে বিশ্ব ইজতেমা ময়দানে দেশি-বিদেশি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হবেন।
সংসদ ভবনের মূল নকশা ঢাকায়
স্টাফ রিপোর্টার: অবশেষে জাতীয় সংসদ ভবনের মূল নকশাটি দেশে এসেছে। সংসদ ভবন এলাকার বেশকিছু স্থাপনা অপসারণের বিষয়ে সরকারের ঘোষণা থাকলেও এই নকশার জন্যই চলছিলো অপেক্ষা। লুই আই কানের করা মূল নকশাটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির আর্কাইভে ছিলো। সেখান থেকেই নকশাটি বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) লাবণ্য আহমেদ এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, ৪১টি বাক্সে করে নকশা এসেছে।
যশোরে বন্দুকযুদ্ধে নিহত যুবক আনসার সদস্যের খুনি
স্টাফ রিপোর্টার: যশোরে সন্ত্রাসীদের দুগ্রুপের মধ্যকার গোলাগুলিতে নিহত যুবকের পরিচয় জানা গেছে। মো. রিপন হোসেন নামের এই ব্যক্তি জেলার বেনাপোল বন্দরে কর্মরত আনসার সদস্য ফিরোজ হাসান হত্যা মামলার প্রধান আসামি। তিনি বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের হাবিবুর রহমান সর্দারের ছেলে। রিপনের ছোটআঁচড়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সবাই কান্নাকাটি করছে। তার লাশ আনার জন্য স্বজনেরা যশোর গেছেন। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার গভীর রাতে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যশোর-মাগুরা মহাসড়কে কথিত গোলাগুলিতে নিহত হন রিপন। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, রিপনের বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক ও ছিনতাইসহ ২১টি মামলা রয়েছে।
ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশির্বাদ : বার্নিকাট
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ (ওয়ার্ল্ড হ্যারিটেজ) পৃথিবীর জন্য আশির্বাদ। পুরাকৃর্তির নিদর্শন রয়েছে এই মসজিদে। মসজিদটি সংস্কার করে এর পুরানো রুপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গতকাল বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জেলার সদর উপজেলায় স্প্রিং-বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন এসে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউএসএআইডি মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।