গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (ভরাট) কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে গতকাল বুধবার বিকেলে। এতে খলিল মোল্লাকে সভাপতি ও টিপু সুলতানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ভরাট বিটিডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সাবেক মেম্বার লতিফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি মাহবুব আলম শান্তি। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ডিজিটাল বক্তা ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও হিন্দা কৃষক লীগ সভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মশিউর রহমান পলাশ।