চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকায় ইটভাটায় চাঁদাবাজির মূলহোতা নাহিদ গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইটভাটায় চাঁদাবাজির মূলহোতা গাংনী মেহেরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসি বুদোর ভাইপো চাঁদাবাজ নাহিদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের বজলুর রহমানের ছেলে। মোবাইলফোন ট্রাকিংয়ের মাধ্যমে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে ওসি (তদন্ত) আব্দুল খালেক, এসআই আমজাদ হোসেন, এএসআই শহিদ, এএসআই সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গতকাল বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকার সমস্ত ইটভাটা মালিকদের কাছে যে মোবাইলফোন থেকে চাঁদা চাওয়া হতো সেই সিম নাম্বার এবং মোবাইলফোন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সে মূলত চাঁদার টাকা বিকাশের মাধ্যমে কালেকশন করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন নাহিদকে গ্রেফতারের পর ইঠভাটায় চাঁদাবাজির রহস্যের জট খুলতে শুরু করেছে। তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। এছাড়া চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত সন্দেহে গাংনীর কসবা গ্রামের শফিকুলের ছেলে আলমগীর, পাতান শেখের ছেলে রসুল এবং সাইদ এ্ই তিনজনকে আটক করা হয়েছিলো। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর  চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত নয় মর্মে প্রতিয়মান হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a comment