দামুড়হুদায় চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় চাঁদাবাজির অভিযোগে এলাকার শীর্ষ সন্ত্রাসি চারুলিয়ার জামুর ছোট ভাই ফড়িং ওরফে সম্রাটকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে ওসি (তদন্ত) আব্দুল খালেক, এএসআই সাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তাকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। তকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণ করেছেন।

Leave a comment