এশিয়া কাপে লজ্জার রেকর্ড গড়ে মেয়েদের হার

 

মাথাভাঙ্গা মনিটর: টি-টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড গড়ে এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে লজ্জার হারের স্বাদ পেলো বাংলাদেশের মেয়েরা। গতকাল বুধবার টুর্নামেন্টের নবম ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এটি দ্বিতীয় হার বাংলাদেশের।  ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিঙে নামে বাংলাদেশ। পাকিস্তান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে ২৭ বল বাকি থাকতেই ৪৪ রানে অলআউট হয়ে যায় তারা। যা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন দলীয় স্কোর। দলের পক্ষে দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করেছেন।

অধিনায়ক রুমানা আহমেদ ও জাহানারা আলম। রুমানা ১১ ও জাহানারা ১২ রান করেন। পাকিস্তানের সানা মির ৫ রানে ৩ উইকেট নেন। জবাবে ৬১ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পাকিস্তান। জাভেরিয়া খান ২৬ ও ইরাম জাভেদ ১৭ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। আগামী ৩ ডিসেম্বর লিগ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Leave a comment