মাঠের বাইরের অসদাচরণ বিরাট জরিমানা আলআমিন ও সাব্বিরের

 

মাথাভাঙ্গা মনিটর: অপরাধটা পরিষ্কার করে না বললেও গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বরিশাল বুলসের আল আমিন হোসেন ও রাজশাহী কিংসের সাব্বির রহমান রুম্মন ‘মাঠের বাইরে গুরুতর শৃঙ্খলাভঙ্গ’ করেছেন। আর এ অপরাধে দু জনকে বড় জরিমানা করা হয়েছে। বিপিএলের পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে বরিশাল বুলসের পেসার আল আমিনকে। রাজশাহী কিংসের টপঅর্ডার ব্যাটসম্যান সাব্বিরকে করা হয়েছে ৩০ শতাংশ। এবারের বিপিএলে ‘এ’ প্লাস ক্যাটেগরির ক্রিকেটারদের মধ্যে সাব্বিরের পারিশ্রমিক ছিলো ৪০ লাখ টাকা। ফলে সাব্বিরের জরিমানা ১২ লাখ টাকা।

আর ‘এ’ ক্যাটেগরিতে থাকা আল আমিনের পারিশ্রমিক ২৫ লাখ; তার জরিমানা সাড়ে ১২ লাখ টাকা। একই সাথে এই বিবৃতিতে জানানো হয়েছে, দু ক্রিকেটারেরই স্মরণ রাখা উচিত যে, তারা জাতীয় তারকা। এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথাও বলেছে বিসিবি।

Leave a comment