হুমকি দিয়ে আখচাষিদের আন্দোলন দমানো যাবে না

দর্শনা আখচাষি কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলনে বক্তারা

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের বক্তব্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি আবদুল হান্নান ও সহসাধারণ সম্পাদক আব্দুর বারী স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত সোমবার কেরুজ চিনিকলের ২০১৬-১৭ আখ মাড়াই মরসুমের উদ্বোধন অনুষ্ঠানে করপোরেশনের চেয়ারম্যানের বক্তব্যকে সন্ত্রাসী ভাষা আক্ষায়িত করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, আখচাষি কল্যাণ সংস্থার পক্ষ থেকে চাষিদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসা হচ্ছে। অথচ আন্দোলনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে তাদের অপকর্ম ঢাকার অপচেষ্টা স্বরূপ নিজেদের মনগড়া বক্তব্য দিয়ে বিভ্রান্তের সৃস্টি করেছেন। আখচাষিদের ঢলতার টাকা তারা লুট করে খেয়ে এখন শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টায় মেতেয়েছেন। ঢলতার বকেয়া টাকাসহ ১১ দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়েছে আখচাষি কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আমির হোসেন, হুমায়ুন কবির, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আবদুল হান্নান, সহসভাপতি ওমর আলী, সহসাধারণ সম্পাদক আবদুল বারী, ফরিদ আহম্মেদ, হাজি নজরুল ইসলাম প্রমুখ। সম্মেলনে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Leave a comment