বিএনপি নেতা শহীদ রফিকুল ইসলাম সাবের মৃত্যু বার্ষিকীতে মনির খান

 

আগামী দিনে আপনাদের সুখ দুঃখে পাশে থাকতে চায়

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদ রফিকুল ইসলাম সাবে’র ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা ও মিলাদ মাহফিলর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী, জাসাসের মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আল ইমরান টাইগার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, কাউন্সিলর সোহাগ খান, যুবদল নেতা খলিলুর রহমান, সেচ্ছাসেবক দলের পৌর সভাপতি  গোলাম সরোয়ার, আমিনুল ইসলাম বাবলু, মশিউর মুন্না জনি সহ ইউনিয়ন, ওয়ার্ড, পৌর, থানার নেতৃবৃন্দ ও শত শত বিএনপি ও এর অংগসংগঠনের কর্মী সমর্থক। অনুষ্ঠানে প্রধান অতিথির মনির খান শহীদ রফিকুল ইসলাম সাবের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শহীদ পরিবারটির সুখে দুখে সবসময় পাসে থাকার আহবান ব্যক্ত করেন। সাথে সাথে সাবেক এমপি প্রয়াত শহিদুল ইসলাম মাস্টারের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, তাদের রেখে যাওয়া স্মৃতি, আদর্শ দিক-নির্দেশনাকে সামনে রেখে আপনাদের সুখ দুঃখের পাসে থেকে ও আপনাদেরকে সাথে নিয়ে যেন আগামী দিনের জন্য একটি সুন্দর ও সচ্ছল চলার পথ তৈরি করতে পারি সেই দোয়া আমার জন্য করবেন। তিনি জনগণের উদ্দেশে আরও বলেন যারা বিগত সময়ে নেতৃত্ব দিয়েছেন এবং আগামীতে সামনে নেতৃত্ব দিতে আসবেন সবাইকেই সম্মান দিতে হবে মানুষ হিসেবে মানুষকে সম্মান করা এবং মানুষের পাশে থাকাই মানুষের ধর্ম। সবশেষে মোনাজাতের মাধ্যমে আবারো সকল মৃতব্যাক্তির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

 

Leave a comment