খবর:(ঝিনাইদহে পুলিশের তেলেসমাতি-আমি কি ৫শ টাকার দারোগা?)
লক্ষ টাকার দারোগাকে
পাঁচশ টাকায় কিনতে চাস,
এবার গেলে খবর আছে
এই বাবুকে চিনতে চাস?
পড়লে ধরা ফাটবে গেরো
অপমানের যাবে জেরও
বুঝবি ঠেলা হাত-পা বেঁধে
দেবো যখন ডা-া,
তখন হবি ঠা-া।
লাখো টাকার এই দারোগা
ছোটো খাটো ঘুষ খায় না,
ফান্টা কোকো চা সিগারেট
ডাব সেভেন আপ জুস খায় না।
আমি শুধুই টাকা চিনি
নাম করা এক দারোগা,
আমার কথা শুনলে নাকি
জ্বলতে পারে কারো গা।
-আহাদ আলী মোল্লা
২৫.১১.২০১৬
টপ্পিনী
খবর:(ঝনিাইদহে পুলশিরে তলেসেমাত-িআমি কি ৫শ টাকার দারোগা?)
লক্ষ টাকার দারোগাকে
পাঁচশ টাকায় কনিতে চাস,
এবার গলেে খবর আছে
এই বাবুকে চনিতে চাস?
পড়লে ধরা ফাটবে গরেো
অপমানরে যাবে জরেও
বুঝবি ঠলো হাত-পা বঁেধে
দবেো যখন ডা-া,
তখন হবি ঠা-া।
লাখো টাকার এই দারোগা
ছোটো খাটো ঘুষ খায় না,
ফান্টা কোকো চা সগিারটে
ডাব সভেনে আপ জুস খায় না।
আমি শুধুই টাকা চনিি
নাম করা এক দারোগা,
আমার কথা শুনলে নাকি
জ্বলতে পারে কারো গা।
-আহাদ আলী মোল্লা
২৫.১১.২০১৬