সুস্থ দেহে সুস্থ মনের পূর্বশর্ত হলো নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা

চুয়াডাঙ্গা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ক্রীড়া কমপ্লেক্স ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি

 

স্টাফ রিপোটার: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ক্রীড়া কমপ্লেক্স ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ক্রীড়া কমপ্লেক্স ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। সন্ধ্যা ৭টায় জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন,  শুধু মেধা থাকলেই হবে না, সুস্থও থাকতে হবে। কারণ সুস্থ দেহে সুস্থ মনের পূর্বশর্ত হলো নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা। চুয়াডাঙ্গায় সিনিয়র জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার যে কাজটি করে গেলেন সেটা চুয়াডাঙ্গার মানুষের মনে থাকবে। শুধু তায় নয়, খেলাধুলা ও সাংস্কৃতিকচর্চাও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। তিনি জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট শামশুজ্জোহার দাবিগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে অতিসত্ত্বর ব্যবস্থা নেবেন। চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মাহমুদুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বারের সভাপতি শাহাজান মুকুল ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট শামশুজ্জোহা প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনের শুরু হয় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার ও জেলা প্রশাসক সায়মা ইউনুসকে নিয়ে ১৬টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা।

 

Leave a comment