মেহেরপুরের ভৈরব ক্লাব ফুটবল টুর্নমেন্টে ঝাঁ ঝাঁ একাদশ ফাইনালে

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঝাঁঝাঁ ফুটবল দল। গতকাল বুধবার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে পীরতলা একাদশকে পরাজিত করে। খেলার শুরুতেই দর্শকদের মধ্যে ছিলো টানটান উত্তেজনা। কালক্ষেপণ হলেও গোলের দেখা মিল ছিলো না। উভয় দল গোলের কয়েকটি সহজ সুযোগ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকাররা। তবে মাঝ মাঠ থেকে গোলবৃত্তের আগ পর্যন্ত বল দখলের লড়াই ছিলো চোখে পড়ার মতো। গোল করতে মরিয়া হয়েও ব্যর্থ উভয় দলের মিড ফিল্ডার ও অপর দু স্ট্রাইকাররা। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ঝাঁঝাঁ ফুটবল দল ৪-২ গোলে পীরতলা একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আগামী ২ ডিসেম্বর আগামী শুক্রবার বিকেলে একই মাঠে ফাইনালে হরিরামপুর একাদশের মুখোমুখি হবে ঝাঁঝাঁ একাদশ।

 

 

Leave a comment