ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার মঞ্জু ক্লিনিকে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা হারদী গ্রামের আব্দুস সামাদ নামের একজন ক্লিনিকে মারা গেলেও তাকে কৌশলে কুষ্টিয়ায় রেফার করা হয়। গত শুক্রবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা শহরের ফাতেমা টাউয়ারস্থ মঞ্জু ক্লিনিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ থেকে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত নবু খাঁর ছেলে আব্দুস সামাদ (৭০) কয়েকদিন আগে বাথরুমে পড়ে গিয়ে পা ভাঙেন। তাকে মঞ্জু ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় অপারেশনের জন্য তাকে ওই ক্লিনিকের ওটিতে নেয়ার পর তিনি মারা যান। তবে ক্লিনিক কর্তৃপক্ষ কৌশলে তাকে মৃত অবস্থায় কুষ্টিয়ায় রেফার করে। ওই সময় রোগীর লোকজনকে বলা হয়, আব্দুস সামাদ স্ট্রোক করেছেন, তাকে জরুরিভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিতে হবে। এ ব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষের অন্যতম পরিচালক মঞ্জুর আলী বলেন, আব্দুস সামাদ ওটিতে স্ট্রোক করেছিলেন।