দখলবাজি টেন্ডারবাজি মাস্তান ও দুর্বৃত্তায়নদের দলে কোনো জায়গা নেই

 

মেহেরপুর অফিস: বাংলাদেশের অভ্যূদ্বয়ের সাথে মেহেরপুরের নাম জড়িত। যে জায়গাকে নিয়ে শেখ হাসিনা নিজে ভাবেন সে জায়গাকে শান্তি প্রিয় হিসেবে গড়ে তুলতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা দরকার। দখলবাজি, টেন্ডারবাজি, মাস্তান ও দুর্বৃত্তায়নদের দলে কোনো জায়গা নেই। গতকাল রোববার রাতে মেহেরপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি আরও বলেন শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক জেলার উন্নয়ন হচ্ছে। রাস্তা ঘাট ও আবকাঠামোগত উন্নয়নসহ মেহরপুরকে ঐতিহ্যবাহী জেলা হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

অনুষ্ঠানে সভাপত্বি করেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসাব উদ্দীন, সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মখলেছুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্বাশত নিপ্পন, জেলা যুব লীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরেফিন আরিফ, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইমতিয়াজ আহাম্মেদ ইনতাজ, মুক্তিযোদ্ধা একতা ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হ্যাবল, সাধারণ সম্পাদক রাহিনুর জামান পলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a comment