স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের আ.লীগ নেতা শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের স্বাক্ষর জালিয়াতি ও ডাকাতির প্রস্তুতি মামলায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শুকুর আলীকে থানা কাস্টোডিতে সোপর্দ করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ পারভেজ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামে। এ সময় পুলিশ গ্রামের আব্দুল লতিফের ছেলে আ.লীগ নেতা শুকুর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, শুকুর আলীর বিরুদ্ধে উচ্চ আদালতের স্বাক্ষর জালিয়াতি এবং ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।