ভারতের কাছে ক্ষতিপূরণ চায় পাকিস্তান!

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের তরফে কারণটা রাজনৈতিক। সীমান্ত সমস্যা এমন জায়গায় পৌঁছে গেছে যে, বৈশ্বিক প্রতিযোগিতাতেও পাকিস্তানের মুখোমুখি হওয়ার ব্যাপারে তাদের মনোভাব নেতিবাচক। অন্য খেলাতে এতটা না হলেও ক্রিকেটে এ ব্যাপারে মোটামুটি শক্ত অবস্থানে ভারত। গত বছরই পাকিস্তানের সঙ্গে একটি অ্যাওয়ে সিরিজ খেলেনি ভারত। পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার প্রশ্ন নেই, সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়নি ভারত। একপর্যায়ে সম্ভাবনা দেখা দিয়েছিলো শ্রীলঙ্কার মাটিতে খেলার। কিন্তু ভারত রাজি হয়নি। হোম সিরিজ হওয়ায় এতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিপুল আর্থিক ক্ষতির প্রসঙ্গটা উঠেছিলো তখনই। পিসিবি চেয়ারম্যান নজম শেঠি বছর খানেক পর আবারও তুললেন সেই প্রসঙ্গ। দাবি জানালেন ক্ষতিপূরণের। শেঠির কথা খুব পরিষ্কার, ‘হয় ভারত আমাদের সঙ্গে খেলুক অথবা আমাদের আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দিক।’

এ ব্যাপারে আইসিসিরও দ্বারস্থ হয়েছে পিসিবি, ‘আমরা আইসিসির কাছেও আমাদের ক্ষতি পুষিয়ে দেয়ার দাবি জানিয়েছি। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলার অঙ্গীকার করেও ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অঙ্গীকার ভঙ্গ করেছে।’
কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত হওয়ার পর দু দেশের মধ্যে এক রকম যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর বৈশ্বিক প্রতিযোগিতাতেও পাকিস্তানের বিপক্ষে না খেলার কথা বলেছেন।

Leave a comment