মাথাভাঙ্গা মনিটর: জো রুটের সেঞ্চুরি ও মঈন আলীর দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে মুখে চওড়া হাসি নিয়ে ভারতের বিপক্ষে রাজকোট টেস্টের প্রথম দিন শেষ করেছে সফরকারী ইংল্যান্ড। রুটের ১২৪ ও মঈনের ৯৯ রানের ওপর ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১১ রান তুলেছে ইংলিশরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুক, ব্যাট হাতে নেমে সাহস দেখিয়েছেন অভিষিক্ত হাসিব হামিদও। প্রথম দেড় ঘণ্টায় ভারতীয় বোলারদের হতাশায় নিমজ্জিত করেছেন হামিদ। ১৬তম ওভারের প্রথম বলে ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা বলে লেগ বিফোর ফাঁদে পড়েন কুক। টিভি রিপ্লেতে দেখা গেছে আউট ছিলেন না কুক। ডিআরএস থাকার পরও রিভিউ ব্যবহার করেননি কুক। ফলে ২১ রানেই থেমে যেতে হয় তাকে। ৬টি মুগ্ধতা ছড়ানো বাউন্ডারিতে ৩১ রান করে ফিরে যান হামিদও।
এরপর জো রুটকে নিয়ে ইংল্যান্ডের রানের চাকা সচল করার চেষ্টায় ছিলেন বেন ডাকেট। কিন্তু ডাকেটকে বেশি দূর এগোতে দেননি ভারতের সেরা অফ-স্পিনার অশ্বিন। স্লিপে দাঁড়ানো আজিঙ্কা রাহানের সহায়তা নিয়ে ডাকেটকে ১৩ রানেই থামিয়ে দেন অশ্বিন। তিন উইকেট হারিয়ে ফেলার পরেও ভারতীয় বোলারদের হতাশা উপহার দেন রুট ও মঈন আলী। মঈনের হাফ-সেঞ্চুরির পরই টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন রুট। ৬৮তম ওভারের পঞ্চম বলে অশ্বিনের বলে ২ রান নিয়ে তিন অংকে পা দেন তিনি। সেঞ্চুরি করেও তৃপ্ত হননি রুট। নিজের ইনিংসটাকে আরও বড় ও দিন শেষে অপরাজিত থাকার পথেই ছিলেন তিনি। কিন্তু সেই পথে বাধা হয়ে দাড়ান ভারতের পেসার উমেশ যাদব। দিনের ৮১তম ওভারের পঞ্চম বলে নিজের বলেই ক্যাচ নিয়ে রুটকে ১২৪ রানে থামিয়ে দেন যাদব। ১১টি চার ও ১টি ছক্কায় ১৮০ বল মোকাবেলা করে অসাধারণ ইনিংসটি সাজান রুট। সেই সাথে মঈনের সাথে গড়ে উঠা ১৭৯ রানের জুটিটির সমাপ্তি ঘটে। ভারতের মাটিতে চতুর্থ উইকেট জুটিতে পঞ্চম সর্বোচ্চ রান এটি। রুটের বিদায়ের পর ক্রিজে মঈনের সঙ্গী হন বেন স্টোকস। দিনের বাকি সময় ভালোভাবে শেষ করে টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের করে রাখেন মঈন ও স্টোকস। রুটের মত দিনটি নিজের করেছেন মঈনও। তবে সেঞ্চুরি পাননি তিনি। ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন মঈন। ১৯ রানে অপরাজিত থাকেন স্টোকস। ভারতের অশ্বিন ২টি, যাদব ও জাদেজা ১টি করে উইকেট নেন।