সততার সাথে অন্যের প্রতি দরদী হৃদয়ে সাহসী পদক্ষেপ মানেই পিনু

সাইফুল ইসলাম পিনুর ৪র্থ মৃত্যুবাষির্কীতে কবর জিয়ারতসহ মসজিদে দোয়া : সাহিত্য পরিষদে স্মরণসভা

 

pinu-bhaiস্টাফ রিপোর্টার: সাইফুল ইসলাম পিনুর স্মরণে কিছু করা মানেই সর্বস্তরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। উপস্থিতি? প্রত্যাশিত তো বটেই ধারণার চেয়ে অনেক অনেক বেশি উপস্থিতি যেন অনিবার্য হয়ে ওঠে। গতকাল বুধবার সাইফুল ইসলাম পিনুর ৪র্থ মৃত্যুবাষির্কী উপলক্ষে তার কবরস্থান সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিল ও সাহিত্য পরিষদ প্রাঙ্গণে স্মরণসভায় সেই দৃষ্টান্তরেই পুনরাবৃত্তি পরিলক্ষিত হয়।

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

সাইফুল ইসলাম পিনু চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পর পর দুবার নির্বাচিত হন। দৈনিক মাথাভাঙ্গার প্রতিষ্ঠাকালে সম্পাদক ও পরবর্তীতে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে ছিলো তার সরব উপস্থিতি। পল্লী উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ছিলেন। ২০১২ সালের ৯ নভেম্বর সকালে তিনি তার চুয়াডাঙ্গা রেলপাড়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় সমাজতান্ত্রিকদল জাসদের চুয়াডাঙ্গা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন তিনি। ছাত্রজীবনেই পিনু চুয়াডাঙ্গা কলেজটিকে সরকারিকরণে অগ্রণী ভূমিকা রাখেন। কলেজের জিএস ও ভিপি পদেও নির্বাচিত হয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেন। চুয়াডাঙ্গার এই গুণী কৃতিসন্তানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া আয়োজন করা হয়। আগামী শুক্রবার পারিবারিক উদ্যোগ দোয়া আয়োজন করা হয়েছে। দৈনিক মাথাভাঙ্গার উদ্যোগে গতকাল বাদ আছর চুয়াডাঙ্গা রেলপাড়া জান্নাতুল বাকী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন রেলপাড়া জান্নাতুল বাকী কবরস্থান জামে মসজিদের ইমাম আবু হুসাইন ও বিএডিসি খামার মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. ইবাদত হোসেন। বক্তব্য রাখেন দৈনিক মাথাভাঙ্গার আইন উপদেষ্টা প্রবীণ আইনজীবী সেলিম উদ্দীন খান ও দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ছড়াসম্রাট ছড়াকার আহাদ আলী মোল্লা। উপস্থিত ছিলেন জেএসডির জেলা সেক্রেটারি কেন্দ্রীয় নেতা তৌহিদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক হাজি অ্যাড. আকসিজুল ইসলাম রতন, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, আকাশ খবর সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, সাইফুল ইসলাম পিনুর ভগ্নিপতি সাজদার রহমান, পল্লী উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, সাংবাদিক বিপুল আশরাফ, এমএম আলাউদ্দীন, এসএম শরীফ উদ্দীন হাসু, বিটিভি প্রতিনিধি রাজন রাশেদ, সাংবাদিক ইসলাম রকিব, মরিয়ম শেলী, জামান আখতার, রিচার্ড রহমান, হোসেন জাকির, রহমান রনজু, জাকির মুনসাদ, মারুফ হোসেন প্রমুখ। আমন্ত্রিতদের স্বাগত জানান দৈনিক মাথাভাঙ্গার জেনারেল ম্যানেজার হাসান আখতার সিদ্দিক পিন্টু, সার্কুলেশন ম্যানেজার রানা মাসুদ ও পেস্টার সহকারী বখতিয়ার হোসেন।

অপরদিকে চুয়াডাঙ্গার গণমানুষের নেতা, চুয়াডাঙ্গার কৃতিসন্তান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম পিনুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্য পরিষদ স্মরণসভার আয়োজন করে। সন্ধ্যা সাড়ে ৬টায় সাহিত্য পরিষদ প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল মহিত, বাবু বনওয়ারী লাল বাগলা, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন এবং সাইফুল ইসলাম পিনুর বোন অবসরপ্রাপ্ত শিক্ষিকা আম্বিয়া খাতুন লতা। স্মরণসভায় স্মৃতিচারণ করেন উদীচী চুয়াডাঙ্গা শাখার সম্পাদক হাবিবি জহির রায়হান, আবৃত্তি পর্ষদের সাধারণ সম্পাদক মরিয়ম শেলী, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ছড়াসম্রাট আহাদ আলী মোল্লা, সাইফুল ইসলাম পিনুর রাজনৈতিক সহকর্মী আবুল হোসেন মাস্টার ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি আবুল কাশেম প্রমুখ। স্মরণসভায় সাইফুল ইসলাম পিনুকে স্মরণ করে স্বরচিত ছড়া পাঠ করেন ছড়াকার চিত্তরঞ্জন সাহা চিতু ও ইদ্রিস মণ্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। বক্তব্যে তিনি  অবিলম্বে সাইফুল ইসলাম পিনুকে নিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ স্মারকগ্রন্থ প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্মৃতিচারণকালে বক্তারা সাইফুল ইসলাম পিনুর রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে ভরা বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করেন। তৌহিদ হোসেন বক্তব্য দিতে গিয়ে সাইফুল ইসলাম পিনুর সততা, সাহস ও অন্যের প্রতি আন্তরিকতার বিষয়ে বিশদ বর্ণনা করেন। তিনি বলেন, সাইফুল ইসলাম পিনুর অভাব পদে পদে পরিলক্ষিত হচ্ছে। তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজকে কাঙ্ক্ষিত সুন্দরের লক্ষ্যে নিতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সাহিত্য পরিষদ আয়োজিত স্মরণসভায় ঘুরে ফিরেই ওঠে আসে সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের যেকোনো একটি সড়কের নামকরণ বা শিল্পকলা চত্বরের মুক্ত মঞ্চটির নাম সাইফুল ইসলাম পিনুর নামে দেয়া প্রসঙ্গ। এ দাবি পূরণে সাইফুল ইসলাম পিনু স্মৃতি সংরক্ষণ কমিটি গঠনের বিষয়টিও বক্তাদের মুখ থেকে বেরিয়ে আসে। সাহিত্য পরিষদ সম্পাদক রিসো পরিচালক জাহিদুল ইসলাম অনুষ্ঠান উপস্থাপনের এক পর্যায়ে জানান, সাইফুল ইসলাম পিনুর স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা দরকার।

Leave a comment