আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে হারদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তার অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। তিনি বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে চিকিৎসক ও মাঠকর্মীদের নিবেদিতভাবে কাজ করতে হবে। উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. রওশন আরা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, সহকারী কমিশনার (ভূমি) হাজি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুস সাত্তার, হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, মেডিকেল অফিসার হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সেনেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, নার্সিং সুপারভাইজার দিপালী রানী সিকদার, এসএসএন আনোয়ারা বেগম, এএইচআই মাহাবুল ইসলাম, এমএলএসএস আব্দুল মোতালেব। সভা শেষে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধন করেন হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উদ্বোধন শেষে সাধারণ ওয়ার্ড পরিদর্শন করে সাধারণ রোগীদের খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শেষে হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, অধ্যক্ষ ওমর ফারুকসহ শিক্ষকবৃন্দ।