মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে খানপুরের পাকুড়তলা মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন কৃষকলীগের যুগ্মআহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি। বিশেষ অতিথি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সফিউদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, সম্পাদক মনিরুজ্জামান টিটু প্রমুখ। পরে ৫নং ওয়ার্ডের খবিরুলকে সভাপতি ও সুরোজকে সম্পাদক এবং ৬নং ওয়ার্ডের সাজ্জাদুলকে সভাপতি ও ছলিমউদ্দীনকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দারিয়াপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুখলেছুর রহমান।