আলডাঙ্গার ভোগাইল বগাদী স্কুলমাঠে ঐতিহ্যবাহী মহিষ লড়াই অনুষ্ঠিত

 

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইল বগাদী স্কুলমাঠে ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৩টায় ভোগাইল বগাদী গ্রামের কৃষক আমসার আলীর  মহিষ ও ইয়ামিন মিয়ার মহিষের মধ্যে একটানা ৩৫ মিনিট লড়াই অনুষ্ঠিত হয়। লড়াইয়ের ৩৫ মিনিট পর ইয়ামিন মিয়ার মহিষ ছিটকিয়ে পালিয়ে যায় । খেলা পরিচালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমান। উপস্থিত ছিলেন আরিফ, বাদল, সবুজ, রহমতুল্লাহ, আসিক, মফিজ উদ্দীন, হাফিজুর রহমান, আকরাম হেসেন, সুহান মিয়া, মিলন, প্রমুখী।

 

Leave a comment