মাথাভাঙ্গা মনিটর: লা লিগায় নিজেদের মাঠে লিগানসের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিলার মাঠে মেসি-সুয়ারেজের নৈপুণ্যে জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে গেছে রিয়াল সোসিয়াদাদের কাছে। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে লিগানসেকে। দলের পক্ষে জোড়া গোল করেছেন ওয়ালসের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল। এ ছাড়াও গোল পেয়েছেন আলভেতো মোরেতো। ম্যাচের প্রথমার্ধে বেলের জোড়া গোলের পর ৭৬ মিনিটে গোলটি করেন তিনি। সেভিলার মাঠে বার্সেলোনার ডিফেন্ডার সার্জিও রবার্তোর ভুলের সুযোগে ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে রাখেন ভিতোল। এরপর তাদের দুর্দান্ত রক্ষণভাগ দিয়ে বার্সাকে আটকে রাখে সেভিলা। ম্যাচে ৪৩ মিনিট পর্যন্ত বার্সাকে আটকে রাখলেও শেষ পর্যন্ত মেসির গোলে সমতা আসে। দ্বিতীয়ার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য। ম্যাচের ৬১ মিনিটে আবারো মেসি ঝলক। তবে এবার ফিনিশং হয় সুয়ারেজের পায়ে। মেসির সহায়তায় গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ১-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে হেরে গেছে কোচ দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। সোসিয়েদাদের দুইটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে। ফলে চলতি মৌসুমে লিগে দ্বিতীয়বারের মতো হার নিয়ে মাঠ ছাড়তে হয় আন্তনি গ্রিজম্যানদের।
এই ম্যাচে হেরে যাওয়ায় লা লিগার শীর্ষ অবস্থানে পৌঁছুনোর ক্ষেত্রে বেশ পিছিয়ে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে তারা। অন্যদিকে টানা জয়ে লা লিগার টেবিলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তাদের থেকে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা।