চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণের প্রথম ব্যাজের কোর্স সম্পন্ন : নতুন ব্যাজে ভর্তি শুরু

 

ছবি সংযুক্তঃ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ব্যাজের কোর্স সম্পন্ন হয়েছে। আবারো শুরু হয়েছে নতুন ব্যাজে ভর্তি। চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউএনও কেএম মামুনউজ্জামান বলেন, প্রথম ব্যাজে ৫৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলো। তিনি আরো বলেন, জীবনের জন্য সাতাঁর যেমন অত্যন্ত জরুরি, তেমনি সাঁতার শেখার মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের ভবিষ্যত প্রজন্মের সন্তানদের। সাঁতার শেখানোর পাশাপাশি প্রতিদিনই চলছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা। যেখানে আছে কচ্চপতরী, হাঙ্গর আসন, ইংলিশ চ্যানেল নৌকা এবং বিভিন্ন ধরণের ড্রাম রাইড চড়ার ব্যবস্থা। এছাড়া চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন জায়গায় গড়ে ওঠা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। একবার আসলে আপনার মনটা যেমন ভালো হয়ে যাবে,তেমনি মনটা বলবে কয়েক দণ্ড এখানে বসে যায়। গতকাল বিকেলে তাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রশিক্ষণ কেন্দ্রের চা ছউনিতে বসে চমপ্রদক এ প্রতিষ্ঠানে শিশুদের সাঁতার শেখানো উপভোগ করেন।

 

Leave a comment