জীবননগরের আন্দুলবাড়িয়ায় বিষ স্প্রে করে ফসল বিনষ্ট করছে দুর্বৃত্তরা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার মাঠে দুর্বৃত্তচক্র ঘাসমারা বিষ স্প্রে করে ফসল বিনষ্ট করে দিয়েছে। গত শনিবার রাতে অনন্তপুর দাসপাড়া মাঠে দেড় বিঘা কপি ও ১০ কাঠা বেগুনক্ষেত এবং কর্চ্চাডাঙ্গা মন্দিরতলা মাঠে দেড় বিঘা জমির ধনেক্ষেত বিনষ্ট করে।

জানা গেছে, ক্ষেত মালিক অনন্তপুরের কৃষক হাবু গতকাল সকালে মাঠে গিয়ে দেখতে পান তার ফসল পুড়ে গেছে। তার ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা বলে তিনি দাবি করেন। অপরদিকে কর্চ্চাডাঙ্গা গ্রামের কৃষক সিরাজুল ইসলামের দেড়বিঘা জমির ধনেক্ষেতের ক্ষতির পরিমাণ ৯০ হাজার টাকা বলে জানান। এ ঘটনার পর এলাকার অনেক চাষি ক্ষেতের ফসল পাহারা দিচ্ছেন।

Leave a comment