স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহ মখদুম হল শাখার ছাত্রলীগ সভাপতি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের ডোমেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম খলিলুর রহমান মামুন। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন বাজার এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। মানুন সদ্য পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ পান। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিকসূত্র জানায়, চাকরিতে যোগদানের উদ্দেশ্যে প্রস্তুতি নিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের ডোমেরহাট বাজারে একটি সেলুনে চুল কাটাতে বসেন মামুন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।